বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর কৃষি ক্যাডার এসোসিয়েশনের কমিটি ঘোষণা হয়েছে। নবনির্বাচিত এই কমিটির আহ্বায়ক হয়েছেন প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক ড. মো. সাহিনুল ইসলাম। আর সদস্য সচিব হয়েছেন শস্য বাণিজ্যিকীকরণ ও উৎপাদনশীলতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ফোকাল পার্সন মো: রেজাউল ইসলাম (মুকুল)।
গত ৩ নভেম্বর কৃষি ক্যাডার এসোসিয়েশনের কমিটি ঘোষণা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া আরও ৩১জন সদস্য রয়েছেন এই কমিটিতে।
সদস্য পদে যারা আছেন, তারা হলেন হবিগঞ্জ ডিএই’র উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, বি.বাড়িয়া বাঞ্চারামপুরের এটিআইয়ের অধ্যক্ষ আমিরুল বাহরাইন।

আরও আছেন ড. মো. আরিফ হোসেন, মো. আব্দুল গাফ্ফার, এ বি এম রকিবুল হাসান, মো. শহীদুল আমীন, শেখ বিপুল হোসেন, বনি আমিন খান, আহসান হাবিব, মো. মোস্তাফা কামাল, সাবিনা ইয়াসমিন, মো. নাজিম উর রউফ খান, মো. মাজেদুর মহমান, মো. শরীফুল ইসলাম, এ.এ মাসুম বিল্লাহ, কে এম বদরুল হক, মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. খায়রুল ইসলাম মল্লিক, মোহাম্মদ আরিফুর রহমান, আমিনুর রশিদ, মোঃ আশরাফুল আলম, মোঃ জিয়াউর রহমান , ড. মোঃ মাহফুজুর রহমানসহ আরও কয়েকজন।

বাংলাদেশে কৃষির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা -ড. মো. আনোয়ার হোসেন.
বাংলাদেশের এনডিসি ২.০ বাস্তবায়নে জলবায়ু অর্থায়ন প্রাপ্তি প্রয়োজনের মাত্র ১.২৫%: এনডিসি ৩.০ এ পাঁচগুণ কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা শিল্পোন্নত দেশগুলোর জলবায়ু অনুদানের ওপর নির্ভরশীল
বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, সৈয়দপুর, নীলফামারী এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা
মূল্য সংযোজন ও পুষ্টি উন্নয়নে সবজি প্রক্রিয়াজাতকরণের অপার সম্ভাবনা
বাংলাদেশের Floriade Expo 2022 জয়