ঢাকা, ২০ নভেম্বর ২০২৫: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর প্রযুক্তি হস্তান্তর ও পরিবীক্ষণ ইউনিট (টিটিএমইউ) আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫) বিএআরসি সভাকক্ষ-১ এ “Improvement of Rural Agricultural Technology Extension System in Asia (RATES) প্রজেক্ট”-এর প্রকল্প সমাপনী কর্মশালা আয়োজন করে।
বিএআরসি-এর নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ বক্তীয়ার হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল আজিজ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দিন আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।
টিটিএমইউ এর পরিচালক এবং RATES প্রকল্পের প্রধান অনুসন্ধানকারী (PI) ড. সুরাইয়া পারভীন প্রকল্পটির অগ্রগতি ও সাফল্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। RATES প্রকল্পের বারি অঙ্গের Co-PI ড. মোঃ রাবিউল আলম, ডিএই অংঙ্গের Co-PI রেজওয়ানা রহমান, এবং বিএআরসি, ডিএই ও বারি এর সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

BARI Entomologists report occurrence of invasive ‘Fall armyworm’ in groundnut crop in Bangladesh
আইইউবিএটি-তে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) এবং বৈশ্বিক প্রেক্ষাপট -সাকিফ শামীম,
সমন্বিত চিন্তায় FBCCI : শিল্প, বাণিজ্য ও প্রযুক্তির সেতুবন্ধন -সাকিফ শামীম
অনুষ্ঠিত হলো রূহ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফয কনভোকেশন
ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) ও উদ্ভাবনী অর্থনীতি: বাংলাদেশের পরবর্তী চালিকাশক্তি -সাকিফ শামীম