নিজস্ব ডেস্কঃ গত ১লা জুলাই টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় AFACI- RATES প্রকল্পের অর্থায়নে বারি সরিষা-১৮ এর মাঠ দিবস আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুরাইয়া পারভীন, পরিচালক, প্রযুক্তি হস্তান্তর ও পরিবীক্ষণ ইউনিট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং পি আই, AFACI_RATES প্রকল্প।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রবিউল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন বিভাগ এবং কৃষিবিদ রেজওয়ানা রহমান, উপজেলা কৃষি অফিসার (এল.আর), ডিএই, ঢাকা।
মাঠ দিবসে উপজেলার কৃষক-কৃষাণী এবং সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.সুরাইয়্যা পারভীন বলেন, বারি সরিষা-১৮ জাতটি একটি উচ্চফলনশীল জাত যা হেক্টর প্রতি গড় ফলন ২০০০-২৫০০ কেজি। যা বারি সরিষা-১৪ এর চেয়ে ৩০-৬০% বেশি ফলন এবং এর জীবনকাল ৯৫-১০০দিন।আর এই প্রযুক্তিটি সঠিকভাবে চাষাবাদ করলে একদিকে যেমন অধিক ফলন পাওয়া যাবে অন্যদিকে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

BARI Entomologists report occurrence of invasive ‘Fall armyworm’ in groundnut crop in Bangladesh
আইইউবিএটি-তে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) এবং বৈশ্বিক প্রেক্ষাপট -সাকিফ শামীম,
সমন্বিত চিন্তায় FBCCI : শিল্প, বাণিজ্য ও প্রযুক্তির সেতুবন্ধন -সাকিফ শামীম
অনুষ্ঠিত হলো রূহ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফয কনভোকেশন
বিএআরসি-তে RATES প্রকল্পের প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত